search the site
পেকুয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীর মৃত্যু
পেকুয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীর মৃত্যু
পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৩ এপ্রিল, ২০২৩
কক্সবাজারের পেকুয়ায় ঈদের ছুটিতে বাড়িতে এসে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পাবনা মেরিন একাডেমির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়া এলাকার বহদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিয়াসাদ ফয়সাল (২০) একই এলাকার বিএনপি নেতা মোহাম্মদ ফয়সাল চৌধুরীর ২য় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন রিয়াসাদ। দুপুরে নিজ বাড়ির পুকুরে সাঁতার কাটতে নামেন তিনি। প্রথমে লাইফ জ্যাকেট পরে পুকুরে নামলেও পরে লাইফ জ্যাকেট খুলে সাঁতার কাটার চেষ্টা করেন রিয়াসাদ।
এসময় পুকুরের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যান তিনি। পরে রিয়াসাদের পিতা পুকুরে নেমে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রিয়াসাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম বাহাদুর শাহ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।
নিহত মোহাম্মদ রিয়াসাদ ফয়সাল চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম ইস্পাহানি স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনা মেরিন একাডেমিতে ভর্তি হন বলে জানা যায়।