চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে শ্রমিক-জনসভা চলছে

0 comments

চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের ডাকে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে চলছে বন্দর-ডক শ্রমিক জনসভা। সমাবেশে শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তীব্র গরম উপেক্ষা করে শ্রমিক জনতা সমাবেশে আসা অব্যাহত রয়েছে।PauseMute

সমাবেশে বক্তারা দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের লাভজনক এনসিটিসহ কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দেশ ও জাতীয় স্বার্থে দেশীয় প্রতিষ্ঠান দ্বারাই চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখতে হবে।


চট্টগ্রাম পোর্ট কলোনি ১২নং রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই শ্রমিক জনসভায় সভাপতিত্ব করছেন ফেডারেশনের সভাপতি মো. হারুন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন। প্রধান বক্তা আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি রয়েছেন


চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

source : dailyinqilab

Leave a Reply