search the site
বাংলাদেশের জাহাজের নাবিকের খোঁজ মিলছে না, হলদিয়া বন্দরে আটকে আছে জেটি

একদিকে বাংলাদেশে এখন উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে। তার মধ্যে আবার ভারত প্রতিবেশী দেশ হলেও তাদের নানা হুমকি শুনতে হয়েছে। একইসঙ্গে অশান্তির জেরে ওপার বাংলা থেকে এপার বাংলায় অবৈধ পথে ঢুকে পড়ছে বাংলাদেশের নাগরিকরা। এই আবহে ৬ দিন পরও বাংলাদেশি জাহাজের নাবিক আরিফ শেখের কোনও খোঁজ মিলল না। বন্দর থেকে ওই নাবিক কেমন করে নিখোঁজ হলেন সেটা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আর এই নাবিককে পাওয়া যাচ্ছে না বলে বাংলাদেশের ওই জাহাজটি হলদিয়ার ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আটকে রয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৮ মার্চ জাহাজটি বাংলাদেশ থেকে হলদিয়া বন্দরে এসেছিল। ৯ জন নাবিক–সহ ওই জাহাজ হলদিয়া বন্দরে আসে। কিন্তু এখানে আসার দু’দিনের মধ্যে নাবিক নিখোঁজ হয়ে যায়। হলদিয়া বন্দর থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে ২২ মার্চ রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ। কিন্তু নাবিক নিখোঁজের ঘটনায় সব থমকে যায়। ওই জাহাজের নাবিক আরিফ শেখ ২০ মার্চ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। সর্বত্র খোঁজ করেও তাঁর হদিশ মেলেনি। অনেকে বলছেন, ওই নাবিক সমুদ্রতে পড়ে তলিয়ে গিয়েছেন। যদিও তার কোনও প্রমাণ মেলেনি।
স্থানীয় সূত্রে খবর, ওই নাবিক জলে পড়ে তলিয়ে যায়নি। বরং এখান থেকে অন্যত্র চলে গিয়েছেন। তারপর আর ফিরে আসেনি। পথ হারিয়ে থাকতে পারেন নাবিক আরিখ শেখ বলে মনে করা হচ্ছে। এই খবর প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে যায় হলদিয়া বন্দরে। কড়া নিরাপত্তা থাকার পরও এমন ঘটনা কেমন ভাবে ঘটল? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ওই নাবিক নিখোঁজের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তার মধ্যেই দফায় দফায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। সমুদ্রেও ডুবুরি নামিয়ে নিখোঁজ নাবিকের তল্লাশি করা হয়েছে। সন্ধান মেলেনি এখনও। যা নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ঘটনার পর হলদিয়া থানায় নাবিকের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। ওই জাহাজের অন্যান্য সহকারি নাবিকরা জানান, নিখোঁজ নাবিক জাহাজে রান্নার কাজ করতেন। হলদিয়া বন্দরে আসার পর ওই নাবিক আরিফ শেখ জাহাজের বাইরে বেরিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যান তিনি। জাহাজে পাইপের মাধ্যমে যখন ফ্লাই অ্যাশ লোড করার কাজ হচ্ছিল তখন তাঁকে শেষবার দেখা গিয়েছিল। কাজের তদারকি করতেও দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। এই বিষয়ে হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী বলেন, ‘বাংলাদেশের জাহাজের এক নাবিক নিখোঁজের ঘটনায় হলদিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। নাবিকের খোঁজে জোর তদন্ত চলছে।’
source : bangla.hindustantimes