search the site
Indian Naval ship Kuthar visits Colombo to strengthen maritime cooperation Air upside to proposed US China vessel charges?
পাকিস্তানি আতপ চাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ

চট্টগ্রাম: পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি SIBI।
বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটি।
সূত্র জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি SIBI জাহাজে এই চালের প্রথম চালান আনা হয়েছে।এই চালানে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল এসেছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক বিদূর্শী চাকমা বাংলানিউজকে বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।
source : banglanews24