‘জাল-মাছ রেখে’ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার নৌবাহিনী  

Comments Off on ‘জাল-মাছ রেখে’ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার নৌবাহিনী  

বঙ্গোপসাগর থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ৫৬ বাংলাদেশি জেলেকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর আজ বৃহস্পতিবার ভোরে এই জেলেরা টেকনাফে পৌঁছান বলে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তবে ছেড়ে দিলেও মিয়ানমার নৌবাহিনী জেলেদের জাল ও সমুদ্র থেকে ধরা মাছ রেখে দিয়েছে বলে অভিযোগ করেছেন ফিরে আসা জেলেরা।

ইউএনও জানান, বুধবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনী ৫৬ জেলেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ আটক করে।

তিনি বলেন, ‘তারা (জেলেরা) আজ সকালে ফিরে এসেছে। বিষয়টি নিয়ে কোস্টগার্ড তদন্ত করছে।’

জাল ও মাছ প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলেদের অভিযোগ, মিয়ানমার নৌবাহিনী তাদের মাছ ও জাল রেখে দিয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন।’

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, বুধবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জেলেদের ট্রলার নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।

শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমদ বলেন, ‘সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি।’

source : bangla.thedailystar

Comments are closed.