search the site
৩ হাজার ৯৬৩ কোটি টাকায় ৬ পণ্যবাহী জাহাজ কিনবে বিএসসি

পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) দক্ষিণ কোরিয়া থেকে ৬ টি পণ্যবাহী জাহাজ কেনার প্রাথমিক অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদনকৃত আড়াই থেকে ৩ হাজার টিইইউ ধারণ ক্ষমতাসম্পন্ন ৬ টি জাহাজের দাম পড়বে ৩৩০ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৯৬৩ কোটি ৮৪ লাখ টাকা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তথ্য প্রকাশের পর ডিএসইতে বিএসসির শেয়ার লেনদেন এক দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৮৮ টাকা হয়।
সূত্রে জানান হয়েছে, কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) সঙ্গে ধারণাপত্র সই হয়েছে। এখন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। ইডিসিএফের চূড়ান্ত অনুমোদনের ওপর প্রকল্পটি বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছে বিএসসি।
বিএসসি প্রতিটি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউএস ধারণ ক্ষমতাসম্পন্ন ৬ অতিরিক্ত জাহাজ কেনার জন্য পৃথক প্রকল্প হাতে নিয়েছে।
source : arthosuchak