search the site
সমুদ্রের অতলে ‘ডিজিটাল হাইওয়ে’, Meta-র সৌজন্যে ৫০,০০০ কিমি দীর্ঘ ভারত-আমেরিকা cable connection

আন্ডার সি কেবল (Under Sea Cable) প্রোজেক্টের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হবে আমেরিকা। মাল্টি বিলিয়ন ডলারের এই প্রোজেক্টের কথা শুক্রবার ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা। এই মেগা প্রোজেক্টের মাধ্যমে সাগরের তলা দিয়ে কেবল বসানো হবে। সমুদ্রের তলা দিয়ে তৈরি হবে ডিজিটাল হাইওয়ে। এই হাইওয়ের সাহায্যে কী হবে? হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির কাজে গতি আসবে। সেই সঙ্গে গোটা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইনোভেশনের কাজেও বিপুল সুবিধা হবে বলে মত বিশেষজ্ঞদের। মেটার এই প্রোজেক্টের মাধ্যমে কেবল ভারত ও আমেরিকাই নয়, ব্রাজ়িল, আফ্রিকা-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশও উপকৃত হবে।
এই প্রোজেক্টের বিষয়ে মেটার এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘মেটা ভারতে বিনিয়োগ করছে। ভারত আমাদের কাছে সবথেকে বড় বাজার। ভারত ও আমেরিকার সংযোগকারী আন্ডার সি কেবল প্রোজেক্ট হবে পৃথিবীর সবথেকে বড় আন্ডার সি কেবল প্রোজেক্ট। ভারত ও আমেরিকার ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশকে তা সংযোগ করবে।’ তিনি আরও জানিয়েছেন, আন্ডার সি কেবল নেটওয়ার্কের দৈর্ঘ হবে প্রায় ৫০ হাজার কিলোমিটার।
এই প্রকল্প নিয়ে ব্লগ পোস্টও করেছে মেটা। তাতে লেখা হয়েছে, ‘ভারতে আমরা এই ধরনের কাজ করব। কেবলের অধিকাংশই থাকবে জলের গভীরে। জলস্তরের প্রায় ৭,০০০ মিটার নীচ দিয়ে যাবে এই কেবল। যে সমস্ত এলাকায় ঝুঁকি বেশি থাকবে, সেখানে আমরা এনহ্যান্সড বিউরিয়াল টেকনিক ব্যবহার করব। যাতে জাহাজ বা জাহাজের নোঙরের জন্য কেবলের কোনও ক্ষতি না হয়।’ এই প্রকল্পের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানিয়েছেন মেটাকে। ট্রাই-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ১৭টি ডিস্ট্রিক্ট ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে প্রায় ১৭টি আন্তর্জাতিক সাব-সি কেবল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রয়েছে। মেটার এই প্রকল্প হবে ভারতের ১৮তম আন্ডারসি কেবল প্রোজেক্ট। ট্রাই-এর চেয়ারম্যান অনিল কুমার লাহোতি জানিয়েছেন, এই কেবলের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয় ১৮০ টেরাবিট পার সেকেন্ড গতিতে।
source : eisamay