search the site
ভারত থেকে জাহাজে এলো আরও ১৬ হাজার মেট্রিক টন চাল
![](https://themaritimeblog.org/wp-content/uploads/2025/02/indian-ship-rice-1024x574.jpg)
ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে।
ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ মেট্রিক টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করেছে ফেয়ারওয়ে বয়ায়।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৩ ফেব্রুয়ারি এসব চাল খালাসের কার্যক্রম শুরু হবে।’
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রথম চালান এসেছিল ২০ জানুয়ারি। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে তখন এসেছিল পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন।
মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এর মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ শতাংশ। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দফতর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল রয়েছে। রবিবার চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।’
source : banglatribune