বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক হলেন মুহাম্মদ আনোয়ার পাশা

Comments Off on বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক হলেন মুহাম্মদ আনোয়ার পাশা

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে বদলি করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

এর আগে, মূল দায়িত্বের বাইরে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন মুহাম্মদ আনোয়ার পাশা। গত বছর সরকার পতনের পর গত ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে। তখন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও চাপে আনোয়ার পাশার ওপর। এরপর তাঁকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়। সর্বশেষ সরকারি প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের পর সেই পদে গত ৩১ অক্টোবর নিয়োগ দেওয়া হয় আনোয়ার পাশাকেই। তারপর থেকে এখনো পর্যন্ত একাধারে পাঁচটি গুরুত্বপূর্ণ পদ সামলাতে হচ্ছে। প্রশ্ন উঠেছে— বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পদে বদলির মধ্য দিয়ে কি ভারমুক্ত হচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি। 

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুল্লাহকে। অর্থাৎ মুহাম্মদ আনোয়ার পাশার মূল পদে স্থলাভিষিক্ত হবেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা সিভয়েস২৪’কে বলেন, ‘বদলির অর্ডারের বিষয়ে আমি জানি না। এখনই জানলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই। সরকার জানে, উনারাই সিদ্ধান্ত দিবেন।’

source : cvoice24

Comments are closed.