search the site
Bangladesh must move on from shipbreaking Suspected Somali Pirate Attack on Yemeni-Flagged Fishing Boat
প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কর্মবিরতি প্রত্যাহার করেছেন কন্টেইনার পরিবহনকারী প্রাইম মুভার শ্রমিকরা।
প্রায় ৩৪ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন।
গত মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুন্ড উপজেলার ফৌজদার হাটে চট্টগ্রাম বন্দর টোল রোডের পাশে অবস্থিত ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রাইম মুভার শ্রমিকদের সংঘর্ষের জের ধরে ওই দিন রাত ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।
এ অচলাবস্থার কারণে গতকাল সিঙ্গাপুরগামী একটি জাহাজ প্রায় ১০০ টিইইউসের বেশি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার না নিয়ে বন্দর ছেড়ে গেছে। কর্ম বিরতির কারণে পর্যাপ্ত রপ্তানি কন্টেইনার বন্দরে পৌঁছাতে না পারার কারণে নির্ধারিত যাত্রা বাতিল করে কলম্বোগামী আরও একটি জাহাজ।
source : bangla.thedailystar