অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ঢুকায় পানামার পতাকাবাহী জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা

Comments Off on অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ঢুকায় পানামার পতাকাবাহী জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি সর্বশেষ পাকিস্তানের করাচি বন্দর থেকে রওনা দিয়ে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছিল।

বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, গত ২৩ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। সোমবার মধ্যরাতে সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। কিন্তু এর আগে নিয়মানুযায়ী বন্দরকে অবহিত করার কথা থাকলেও সেটি করা হয়নি। তাই আজ জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ওমর ফারুক আরও জানান, পানামার পতাকাবাহী জাহাজটি ১৪৫.৫০ মিটার দীর্ঘ এবং ২৩ মিটার প্রস্থ। জাহাজটিতে বর্তমানে প্রায় ১১ হাজার ৬০০ টন জ্বালানি রয়েছে।

source : itvbd

Comments are closed.