সামরিক কর্তাদের সফরের পর এবার পাকিস্তানের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ

Comments Off on সামরিক কর্তাদের সফরের পর এবার পাকিস্তানের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ

এবার পাকিস্তানে যেতে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। এমনটাই জানা গেল বাংলাদেশি সংবাদপত্র ‘প্রথম আলো’র প্রতিবেদনে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘বানৌজা সমুদ্র জয়’। ২৬ জানুয়ারি ইতিমধ্যেই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। জানা গিয়েছে, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে করাচিতে এই জাহাজ থাকবে। সেই সময় করাচি বন্দরে অনুষ্ঠিত হবে ‘এক্সারসাইজ অমন ২০২৫’।

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশি জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’-এর ক্যাপ্টেন হলেন মহম্মদ শাহরিয়ার আলম। তাঁর নেতৃত্বে সেই বাংলাদেশি জাহাজে আছেন মোট ২৭৪ জন নাবিক। এর মধ্যে ৩৩ জন অফিসার। চট্টগ্রাম বন্দর থেকে এই জাহাজটি বিদায় নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি। এর আগে পাকিস্তান থেকে দুই দফায় বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ এসেছিল। আর এবার পাকিস্তানে মহড়ায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ। উল্লেখ্য, পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল ২০২৪ সালের ১৪ নভেম্বর।

এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিল ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি পৌঁছায়। রিপোর্ট অনুযায়ী, ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছায় ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন এই জাহাজটি বাংলাদেশে গিয়েছিল, তখন তাতে ছিল ৩৭০ টিইইউএস কনটেইনার।

সম্প্রতি বাংলাদেশ সেনার উচ্চপদস্থ ৬ কর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন। গত ১৭ জানুয়ারি তাঁরা ৬ দিনের সফর সেরে বাংলাদেশে ফিরে এসেছিলেন। আর এরপরই গত ২১ জানুয়ারি পাকিস্তানের থেকে একটি সামরিক কর্তাদের দল আসে বাংলাদেশে। রিপোর্ট অনুযায়ী, পাক আধিকারিকদের চার সদস্যের দলটি ৩ দিনের সফরে যায় বাংলাদেশে। এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, চিনে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের কাছে আগ্রহণ প্রকাশ করে বাংলাদেশ।

source : bangla.hindustantimes

Comments are closed.