মোংলা বন্দরে বেড়েছে রি-কন্ডিশন গাড়ি আমদানি

Comments Off on মোংলা বন্দরে বেড়েছে রি-কন্ডিশন গাড়ি আমদানি

মাহমুদ হাসান

অপার সম্ভাবনাময় মোংলা সমুদ্র বন্দর দিয়ে বেড়েছে বিভিন্ন ব্রান্ডের রি-কন্ডিশন গাড়ি আমদানি। অন্য বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে দেশে আমদানি করা প্রায় ৭০ শতাংশ গাড়ি খালাস করা হয়। ফলে গত অর্থ বছরে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানির মধ্যদিয়ে রাজস্ব আদায়ে নবযুগের সূচনা হয় মোংলা বন্দরে। এভাবে ব্যবসায়ীরা প্রতিবছরই বিলাসবহুল রি-কন্ডিশন গাড়ি আমদানি করে আসছে।

বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে মোংলা বন্দরের সঙ্গে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের একটি সেতু বন্দন তৈরি হয়েছে। ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমেছে অর্ধেকে। সড়ক পথ ভাল হওয়ায় এবং সময় কম লাগায় আমদানিকারকদের গাড়ি নিয়ে আসতে সময় ব্যয় হচ্ছে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। ফলে মোংলা বন্দরের মাধ্যমে অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি গাড়ি আমদানিও বেড়েছে। এ খাত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হচ্ছে বন্দর সহ সরকারেরও।


আগের বছরগুলোর তুলনায় গত অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে। যা ২০২২-২৩ অর্থ বছরে ছিল ১৩ হাজার ৫৭৬টি। ঢাকার সঙ্গে সুন্দর সড়ক পথ ও মোংলা বন্দরে জাহাজ জট না থাকা ও গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকায় এ বছর আরও বেশি গাড়ি মোংলা বন্দর দিয়ে আমদানি হবে বলেও জানায় গাড়ি আমদানিকারক ব্যবসায়ীরা।


পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে গাড়ি বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি রফতানি পণ্যও বেড়েছে এ বন্দর দিয়ে। যা থেকে গত অর্থ বছরে মোংলা বন্দর রাজস্ব আয় করেছে ৩১৯ কোটি টাকা। এমন আমদানি-রফতানির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বন্দরের রাজস্ব আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


ব্যবসায়ীরা বলছেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকায় ব্যবসায়ীরা এখন এ বন্দর দিয়ে গাড়িসহ বিভিন্ন পণ্য আমদানি-রফতানি করছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের যুগ্মসচিব কালাচাঁদ সিংহ বলেন, ‘অন্য বন্দরের তুলনায় মোংলা বন্দরে গাড়ি রাখা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, গাড়ি রাখার সেট, সিসি ক্যামরা সহ ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে ব্যবসায়ীদের মোংলা বন্দর। এছাড়া ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সেজন্য সব ইকুইপমেন্ট সংযোন করে নতুনভাবে বন্দরকে সাজিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পণ্য বোঝাই দেশ-বিদেশি জাহাজ এসে যেন দ্রুত পণ্য খালাস করে মোংলা বন্দর ত্যাগ করতে পারে ব্যাপারেও সব সহযোগিতার জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সব সময় প্রস্তুত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’


২০০৯ সালে সর্বপ্রথম রি-কন্ডিশন গাড়ি আমদানি শুরু হয়। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে মোংলা বন্দর দিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৩৯টি রি-কন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে।

source : somoynews

Comments are closed.