search the site
Carbon-conscious travelers can now sail across the Atlantic in a wind-powered cargo ship বাংলাদেশি কার্গো জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি, ব্যবসায়ীদের উদ্বেগ
মিয়ানমার ও ভারত থেকে দুই জাহাজে এল ৩৭ হাজার টন চাল
![](https://themaritimeblog.org/wp-content/uploads/2025/01/atn-vict.jpg)
জাহাজে রাখা চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মিয়ানমার থেকে ২২ হাজার টন ও ভারত থেকে ১৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি পান্দোরা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রাখা চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
source : bonikbarta