গঙ্গায় ডুবলো ছাই ভর্তি বাংলাদেশি জাহাজ

Comments Off on গঙ্গায় ডুবলো ছাই ভর্তি বাংলাদেশি জাহাজ

বর্ধমানের ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে দেশে ফেরার পথে বাংলাদেশি জাহাজ গঙ্গায় ডুবে গেছে। বাংলাদেশি কার্গো জাহাজ এমভি বছিরউদ্দিন কাজি বাঁশবেড়িয়ার কাছে গঙ্গায় ডুবতে শুরু করে। এরপরই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের ক্রুরা। জাহাজের কর্মীদের উদ্ধার করা হয়েছে। তারা আপাতত নিরাপদেই আছেন বলে জানা গেছে।

বাংলাদেশি জাহাজের ক্রু সদস্যরা দাবি করেন, জাহাজের নিচ থেকে হঠাৎ করেই বিকট একটি আওয়াজ পাওয়া যায়। এরপরই ধীরে ধীরে দেখা যায়, জাহাজটি পানিতে ডুবতে শুরু করেছে। এই আবহে একদিকে হেলে পড়ে জাহাজটি। প্রায় অর্ধেকের বেশি সেটি পানির তলায় চলে যায়। পানির ওপরে ছিল চালকের কেবিনের অংশটি। এই অবস্থায় জাহাজের কর্মীরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। তখন তাদের উদ্ধার করা হয়। জাহাজে থাকা পুরো ছাই খালি করা হচ্ছে।‌

জাহাজ ভর্তি ছাই থাকায় ভারসাম্য বজায় ছিল না বলে মনে করা হচ্ছে। জাহাজ থেকে ছাই সরানো শেষ হলে জাহাজটির ওজন কমবে। তখন সেটির উদ্ধার কাজে হাত দেয়া হবে। তারপর জাহাজটিকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে ক্রুরা।

source : mzamin

Comments are closed.