মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা

Comments Off on মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা

ইকরামুল কবির

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছেন, তারা আহত হয়েছেন।’


মুক্তিযুদ্ধে ভারত সাহায্য সহযোগিতা করেছে সেটা অস্বীকার করি না- এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসের অন্যতম একটি ঘটনা।’

মেরিন একাডেমিকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা চলছে বলে জানান এই নৌপরিবহন উপদেষ্টা।’


এর আগে সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন।


এ বছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।

source : somoynews

Comments are closed.