এবার দেখা মিলল ইরানের ড্রোনবাহী রণতরীর

Comments Off on এবার দেখা মিলল ইরানের ড্রোনবাহী রণতরীর

ইরান এবার ড্রোনবাহী রণতরী তৈরি করেছে । এরই মধ্যে তারা রণতরীটি সাগরেও নামিয়েছে। প্রথমবারের মতো তার ছবিও সামনে এলো।

গত বছরের শুরুর দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ-বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি এক ঘোষণায় বলেন, খুব শিগগিরই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে।

তাঙ্গসিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে।

ড্রোনবাহী এই জাহাজের নাম দেয়া হয়েছে ‌‌‘শহীদ বাঘেরি’। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, ইরানের নতুন ড্রোনবাহী জাহাজটি সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে তার ছবি।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত একটি কন্টেইনার জাহাজ। যা দেখতে একটি বিমানবাহী রণতরীর মতো। কিন্তু এটা ড্রোন ওঠানামার জন্য ব্যবহার হচ্ছে।

source : dailyjanakantha

Comments are closed.