এবার এলএনজি সরবরাহের কাজ পেয়েছে কোরীয় কোম্পানি

0 comments

কখনো যুক্তরাষ্ট্রের, কখনো সুইজারল্যান্ডের, কখনোবা সিঙ্গাপুরের কোম্পানিই ঘুরেফিরে এক কার্গো-দুই কার্গো করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের কাজ পেয়ে আসছিল এত দিন। এবার এক কার্গো এলএনজি সরবরাহের কাজ পেয়েছে কোরিয়ার কোম্পানি পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন।

আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে একটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৬৯৩ কোটি টাকা। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রস্তাবটির আওতায় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয় ১৪ দশমিক ৬৯ মার্কিন ডলার। এই এলএনজি আসবে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য।

এর আগে গত ৪ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ের মধ্যে স্পট মার্কেট থেকে ৫৯ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক দর প্রস্তাব আহ্বান করা হলে তিনটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। এর মধ্যে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দরদাতা (১৪.৬৯ ডলার) হিসেবে কাজ পায়। অন্যদিকে সিঙ্গাপুরের পেট্রো চায়না ইন্টারন্যাশনাল ১৪ দশমিক ৮৬ ডলার ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি ১৪ দশমিক ৮৪ মার্কিন ডলার দর উল্লেখ করে।

এদিকে আজ ক্রয় কমিটির এক বৈঠকে রাশিয়া, সৌদি আরব, মরক্কো এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া, ৩০ হাজার টন এমওপি ও ৪০ হাজার টন ডিএপি সার। এসব সার কেনায় মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ টাকা।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতায় ২টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে মোট ব্যয় হবে ২৭৬ কোটি ৬৬ লাখ টাকা। একটি হচ্ছে ‘ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিসিলিয়েন্ট স্মল স্কেল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের প্রস্তাব। নর্থইস্ট হাইড্রোলিক কনসালট্যান্ট, মেটা রিসার্চ ও রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নামের তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজ পেয়েছে। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ টাকা।

অনুমোদিত আরেকটি প্রকল্প হচ্ছে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’—২য় পর্যায়ের (২য় সংশোধিত) আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত এনজিওগুলোর সঙ্গে চুক্তির ২য় ভেরিয়েশনসহ ২য় সংশোধিত চুক্তি। নগর ও পৌরসভাগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীকে ১৬ ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে এ প্রকল্প চলমান। এনজিওগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ চলতি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য অতিরিক্ত খরচ হবে ৮২ কোটি ৫৬ লাখ টাকা।

source : prothomalo

Leave a Reply