বাংলাদেশের সমুদ্রসীমায় ভিনদেশীর অনুপ্রবেশ, কঠোর অবস্থানে কোস্টগার্ড

Comments Off on বাংলাদেশের সমুদ্রসীমায় ভিনদেশীর অনুপ্রবেশ, কঠোর অবস্থানে কোস্টগার্ড

মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে সাগর ও সুন্দরবন উপকূলজুড়ে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।


কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার মো. রাশেদুল করিম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে ভিনদেশী জেলেরা যাতে অনুপ্রবেশ করে এদেশের মাছ লুটে নিতে না পারেন, সেজন্য কোস্টগার্ডের জাহাজগুলো দিয়ে সমুদ্রসীমায় টহল জোরদার করা হয়েছে। তারপরও কেউ যদি অনুপ্রবেশ ও মাছ ধরার অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে কোস্টগার্ড।


তিনি আরও বলেন, যদিও মা ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকি পুরো সময় ধরেই ভিনদেশী জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্টগার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশী জেলেদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়। এখন থেকে দেশের মৎস্য সম্পদ যাতে অন্য দেশের জেলেরা লুটে নিতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।


এ ছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছে কোস্টগার্ড। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে কোস্টগার্ডের পক্ষ থেকে। 

source : somoynews

Comments are closed.