search the site
নৌপরিবহনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা চায় শিপিং ফেডারেশন

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন (বিএমএসএফ)।
গতকাল বুধবার নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান বিএমএসএফের প্রতিনিধি দলের সদস্যরা। উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎকালে নৌপরিবহন খাতের বিভিন্ন সমস্যা-সংকট এবং প্রতিকারের উপায় নিয়ে আলোচনা সভা হয়।
ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান প্রকৌশলী শেখ মাসুদ রানার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বণিক, ফেডারেশনের মহাসচিব প্রকৌশলী রেদওয়ান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ইফতেখার আলভী, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী সুফল তালুকদার, ক্যাপ্টেন সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
আলোচনাকালে সংগঠনের পক্ষ থেকে দুবাইসহ মধ্যপ্রাচ্যের ভিসা সমস্যার সমাধানে নৌ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। সংগঠনের প্রতিনিধিরা বলেন, মধ্যপ্রাচ্যের ভিসা সমস্যার কারণে কয়েকশ নাবিক জাহাজে আটকা পড়েছেন। নতুন করে নাবিকরা জাহাজে যোগদান করতে পারছেন না। জাহাজ মালিকরা এখন ফিলিপাইন, পাকিস্তান ও ভারত থেকে মেরিন ইঞ্জিনিয়ার ও কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন। বাংলাদেশ হারাচ্ছে বিপুল রেমিট্যান্স।
প্রতিনিধিরা নাবিকদের চাকরির বাজার সৃষ্টিতে মেরিটাইম কাউন্সিলর পদ তৈরি করে বড় বড় জাহাজ কোম্পানি অধ্যুষিত দেশগুলোতে নিয়োগ দেওয়া, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ও বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়িয়ে মেরিন একাডেমিতে প্রশিক্ষণের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানান।
প্রকৌশলী রেদওয়ান শিকদার বলেন, পানামার মতো একটি ছোট্ট দেশে আট লাখ মেরিনার রয়েছে। সেখানে বাংলাদেশে নাবিকের সংখ্যা মাত্র ২০ হাজার। যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে দেশে নাবিকের সংখ্যা বাড়িয়ে বিদেশি পতাকাবাহী জাহাজেও কর্মসংস্থান তৈরির জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে।
প্রকৌশলী ইফেতখার আলভী বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ সংখ্যা ৪০ থেকে ৬টিতে নেমে গেছে। অনতিবিলম্বে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ সংখ্যা অন্তত পঞ্চাশে উন্নীতকরণে নৌ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।
নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত ফেডারেশনের দাবি-দাওয়াগুলোর যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোয় এ দেশের নাবিক ও মেরিনারদের ভিসা পেতে কাজ করবে মন্ত্রণালয়। মেরিনারদের অন্য দেশে চাকরির সুযোগ বাড়ার জন্যও উদ্যোগ নেওয়া হবে। বিশ্বে অগ্রাধিকার পেতে দেশি মেরিনারদের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করা হবে।
পরে নৌ-উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। তারা উপদেষ্টার কাছে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন জাবের বাংলাদেশের মেরিন অফিসারদের জন্য বিভিন্ন দেশে কর্মক্ষেত্র সম্প্রসারণের জন্য নানা কৌশলগত দিক তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম জিলানী, প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ।
SOURCE : samakal