মোংলা বন্দরে প্রথমবার এলো রসুন

Comments Off on মোংলা বন্দরে প্রথমবার এলো রসুন

মোংলা বন্দরে প্রথমবার এলো রসুন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

২৯ জুলাই ২০২৪

মোংলা বন্দরে রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ জাহাজ

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে রসুন। রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ নামে একটি জাহাজ চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়। সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজ থেকে ৫৮ মেট্রিক টন রসুন খালাস করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এর মধ্য দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হলো। পরে কাস্টমস পরীক্ষা সম্পন্ন শেষে সোমবার খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়কপথে পাঠানো হয়।’

বন্দরের এই কর্মকর্তা জানান, মোংলা বন্দর দিয়ে ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রফতানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পামওয়েল, ফ্ল্যাইঅ্যাশ, গাড়ি ইত্যাদি আমদানি হয়।

Comments are closed.