search the site
Al Abdullah Adil, BMA (41st) in a serious condition at Green Life Hosppital, Dhaka

Al Abdullah Adil, BMA (41st) in a serious condition at Green Life Hosppital, Dhaka
Date of Accident: 11-May-2024, Presently admitted to Green Life Hospital, Dhaka, We Pray for Al Abdullah Adil (BMA 41st)
The following messages adequately describes the incident:
Subject: Urgent Financial Support Needed for Al Abdullah (BMA 41st Batch)
Dear Alumni,
I hope this message finds you well. Many of you are already aware of Al Abdullah’s unfortunate accident and his current medical condition. After consulting with his attending doctors, his wife, and the Director of the hospital, we have concluded that Al Abdullah requires progressive treatment with proper care and medication. This process necessitates substantial financial support.
To ensure the best possible care, I have arranged for a “Medical Board” to be convened promptly to outline a comprehensive treatment approach, as his condition requires careful handling. The remarkable solidarity and brotherhood demonstrated by his batchmates embody the true spirit of our Academy.
Various platforms are currently raising funds for Mr. Abdullah, which is truly commendable. To streamline efforts, I am coordinating with Capt. Antique U Khan (27N), his wife, and a fellow batchmate. We have created a WhatsApp group to monitor both his treatment progress and the financial contributions collected.
The Bangladesh Marine Academy Alumni Association (BMAAA) has decided to centralize all donations from our Alumni will be collected through our official bank account. We will manage these funds using accounting software to ensure transparency, providing detailed records of deposits and daily statements in the group.
Please contribute to the following bank account:
Account Name: Bangladesh Marine Academy Alumni Association Society
Account Number: 1253382076001
Bank: City Bank, Baizid Bostami Branch
After making a deposit, kindly notify us by sending a message and email to:
Phone: +8801713187260
Email: [email protected]
Your prompt support and generosity will make a significant difference in Al Abdullah’s recovery. Thank you for standing together in this critical time.
Warm regards,
Mohammad Mahbubur Rahman (25E), GS, Bangladesh Marine Academy Alumni Association Society
Below massage from Mrs. Adil to Mariners:
আসসালামু আলাইকুম
আমি মেরিন একাডেমির ৪১ তম ব্যাচ এর
আল- আবদুল্লাহ ( আদিল) এর সহধর্মিণী। একটা সামান্য দূর্ঘটনা, একটা পরিবারকে তছনচ করে দেয়ার জন্য যথেষ্ট।আমি এবং আমাদের পরিবার বরাবরই আল্লাহর অতি প্রিয়।কারন তিনি বরাবরই আমাদের গত ২০২১ থেকে আমার সন্তান নিয়ে গিয়ে, তারপর ২০২২ আমাকে অসুস্থতা দিয়ে, এবং এখন ২০২৪আমাদের আমার সন্তানদের একমাএ অভিভাবক তাদের বাবাকে নিয়ে আমাদেরকে পরীক্ষার সমমুখীন করেছেন। আলহামদুলিল্লাহ।
আমরা পুরো পরিবার গত ১১ মে ২০২৪ মতলব,চাঁদপুর রোড দিয়ে ঢাকায় ফিরছিলাম।দীর্ঘদিন দেশে ছুটি কাটানোর পর অবশেষে শীপে জয়েনিং ছিল ১৩ ই মে। তাই ঢাকা ফিরে যাওয়া। পথি মধ্যে একটা এম্বুলেন্স আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দিলে হঠাৎ পুরো পরিবার গাড়ির ভিতরে বেসামাল হয়ে পড়ি।পরিস্থিতি খুব সুন্দর ভাবে গুছিয়ে, গাড়ি রাস্তার একপাশে পার্ক করে, ওদের বাবা গাড়ি থেকে নামেন।পেছনে দাড়িয়ে ছিলো এম্বুলেন্স।কোন কিছু বুঝে উঠার আগেই, গাড়ি সজোরে আদিল কে ধাক্কা দিয়ে গায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়।কিন্তু ভাগ্য!! আদিল গাড়ির ভিতরে আটকে যায়।এভাবে পিচের রাস্তায় টেনে হিচড়ে ওকে এক মাইল নিয়ে যায়, এবং বড়ই বাগান নামক রোডের খালের পাড়ে ওকে ফেলে যায়।আমি তার মিমিট দশেকের মাঝেই ওকে উদ্ধার করি। সেই দূর্বিসহ দিন যেন শেষ হতে চায় নাহ।ওকে নিয়ে চাঁদপুর সদর হাসাপাতাল,তারপর ঢাকার ইসলামিয়া,শেখ হাসিনা বার্ন ইউনিটে, পরিশেষে ঢাকা মেডিকেল এ গন্তব্যে নির্ধারন হয়।সেই দিনের সেই জীবন যুদ্ধ এখন পর্যনত চলছে বর্তমান।
আদিলের ৪০ বি পি নিয়ে ট্রিটমেনট শুরু করি, ওর বুকের এগারো টা পাজর ভেংগে গেছে, ফুসফুসে রক্ত জমাট বেধে যায়, যার জন্য দুটো অপারেশন করতে হয়, কলার বোন ভেংগে গেছে, মাথার পেছনের জায়গার চামড়াটা থেঁতলে গেছে,ঘাড়ের নিচ থেকে কোমরের শেষ অবধি সমস্ত চামড়া উঠে মাংস থেঁতলে গেছে। পায়ের গোড়ালির চামড়া গুলো উঠে গেছে। এ পর্যনত ১২ ব্যাগ রক্ত ও ১৮ ব্যাগ প্লাসমা দিয়েছি। এবং ৫ দিন ICU তে শ্বাস রুদ্ধ অবস্থা পাড় করেছে। এখন বর্তমানে গ্রীন লাইফ হসপিটালের কেবিন এ শিফট করেছেন। কিন্তু আল্লাহ যেন পরীক্ষার অন্তটা একটু কঠিন করে ফেলেছেন। icu থাকা সেই পাঁচ দিনের ভিতর ওর পিঠের কোমরের মাংসের পচন ধরতে শুরু করে, এবং বড় দুটো সার্জারির ডিসিশান নিতে হয়।এই অপারেশনে আদিলের কোমরের মাংস কাটতে কাটতে প্রায় হাফ এবডোমেন অবধি পৌছে গেছে। প্রতিনিয়ত এলবুমিন, পটাসিয়াম, সোডিয়াম, হিমোগ্লোবিন সব কমে যাচ্ছে, ইউরিন ইনফেকশন, মাংসে ইনফেকশন, এ যেন সব কিছু চেপে ধরেছে।
আমার মুখে এই বিস্তারিত বর্ননা শুনে ওর ব্যাথা বা ক্ষতের পরিমান নির্ধারন করা যাবে নাহ, আদিল কে না দেখলে।
এই অবস্থায় অনেকদিন দেশে থাকার কারনে আমাদের সেভিংস তেমন কিছুই নেই বলতে গেলে। আর বর্তমানে যেই পরিমান মানসিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হচ্ছি খুব বেশি সময় আমাদের একার পক্ষে এই স্ট্রাগল চালিয়ে যাওয়াটাও খুব কঠিন হয়ে যাচ্ছে৷ তাই আমরা সকল মেরিনার দের কাছে দোয়া চাচ্ছি আদিলের জন্যে। যদিও এইটা বলতে লজ্জাও লাগছে কিন্তু অনেকটা নিরুপায় হয়েই বলতে হচ্ছে যে আমাদের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুবই চাপে ফেলে দিয়েছে আমাদেরকে। এমতাবস্থায় যদি কারো কোন প্রকার যোগাযোগ করতে হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ফাইন্যান্সিয়াল হেল্পার জন্যে আমার একাউন্ট নাম্বার ও কন্টাক্ট ডিটেইলস যোগ করে দিচ্ছি নীচে৷
বিকাশ 01719375506
নগদ 01842402076
Al- ABDULLHA
A/C no : 0100243356398
Janata Bank Limited হ
Rajarbagh Corporate
Dhaka.
SHAMSUN NAHAR
0243209000009255
United commercial Bank Limited
Shantinagar Branch
Dhaka.
Assalamu Alaikum WR all, found below in Facebook mariners page: