search the site
IMO Assembly, 33rd session: What’s on the agenda? India Moves Ahead With Plans for Mega-Port in Nicobar Islands
ইস্তাম্বুল যাওয়ার পথে গ্রিক কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১২
গ্রিস উপকূলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো জাহাজ। রোববার (২৬ নভেম্বর) ১৪ ক্রু নিয়ে ডুবে যায় নৌযানটি। খবর আল জাজিরার।
গ্রিক কোস্টগার্ড জানায়, কমপক্ষে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১২ জন। হেলিকপ্টারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
গ্রিস কর্তৃপক্ষ জানায়, লবণ পরিবহন করছিল কমোরসের পতাকাবাহী জাহাজটি। মিসরের একটি বন্দর থেকে রওয়ানা দেয় সেটি। গন্তব্য ছিল ইস্তাম্বুল। লেসবস দ্বীপের কাছাকাছি পৌঁছালে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। সাহায্যের জন্য বার্তা পাঠায় ক্রুরা। তবে সহায়তা পৌঁছানোর আগেই ডুবে যায় জাহাজ। নৌযানটির ক্রুদের মধ্যে আটজন মিসরীয়। বাকিরা সিরিয়া ও ভারতের নাগরিক।