এক ছাদের নিচে সমুদ্র যানের কত কী!

Comments Off on এক ছাদের নিচে সমুদ্র যানের কত কী!

এক ছাদের নিচে সমুদ্র যানের কত কী!

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনের আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপো শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই আয়োজনের পর্দা নামবে শনিবার। প্রদর্শনীতে শিপবিল্ডিং, শিপ রিসাইক্লিং, অফশোর, অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভেসেলস অ্যান্ড ফিসারির যন্ত্রপাতি ও মেশিনারিজ স্থান পেয়েছে।

<div class="paragraphs"><p></p></div>

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনের আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে স্থান পেয়েছে বিশাল আকারে সব জাহাজের মেশিনারিজ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে দর্শনার্থীদের নজর কাড়ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক যানের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে দর্শনার্থীদের নজর কাড়ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক যানের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে খুলনা শিপইয়ার্ডের স্টলে দেখানো হচ্ছে কয়েক ধরনের ধরনের সামুদ্রিক যানের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p>মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে খুলনা শিপইয়ার্ডের স্টলে কন্টেইনার বহনকারী কার্গো জাহাজের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি</p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে খুলনা শিপইয়ার্ডের স্টলে কন্টেইনার বহনকারী কার্গো জাহাজের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে খুলনা শিপইয়ার্ডের স্টলে রয়েছে যানবাহন পারাপারকারী ফেরির ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে খুলনা শিপইয়ার্ডের স্টলে টহল ভেসেলের একটি ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে বাংলাদেশ নেভির স্টলে নানা ধরনের টহল জাহাজ, যুদ্ধ জাহাজ ও উদ্ধারকারী জাহাজের ক্ষুদ্র প্রতিরূপ দেখছেন দর্শনার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে বাংলাদেশ নেভির স্টলে একটি কোস্টাল টাগবোটের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে বাংলাদেশ নেভির স্টলে বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন জাহাজের ক্ষুদ্র প্রতিরূপ। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে চট্রগ্রাম ড্রাই ডকের স্টলে ক্ষুদ্র প্রতিরূপে দেখানো হচ্ছে জাহাজ থেকে পণ্য ওঠানো ও নামানোর প্রক্রিয়া। ছবি: মাহমুদ জামান অভি

<div class="paragraphs"><p></p></div>

মেরিন অ্যান্ড অফশোর এক্সপোতে বাংলাদেশ মেরিন একাডেসির স্টলে প্রদর্শিত হচ্ছে টাইটানিক জাহাজের ক্ষুদ্র প্রতিরূপ সংস্করণ। ছবি: মাহমুদ জামান অভি 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023

Comments are closed.