মোংলা বন্দর কর্তৃপক্ষ নেবে ১১৫ জন, মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

Comments Off on মোংলা বন্দর কর্তৃপক্ষ নেবে ১১৫ জন, মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

মোংলা বন্দর কর্তৃপক্ষ নেবে ১১৫ জন, মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

চাকরি-বাকরি প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩

মোংলা বন্দর কর্তৃপক্ষের ১৬তম গ্রেডের আউটডোর অ্যাসিস্ট্যান্টের ১১৫টি পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৬২ জন। এর মধ্যে ৩৭০ জনের মৌখিক পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বাকি ১৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর শুরু হবে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। খুলনার খালিশপুরে পোর্ট অডিটরিয়ামে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দুই দিনে ৮০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় দিন ৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুনচতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল

আরও পড়ুন৪১তম বিসিএসের নন–ক্যাডারে নিয়োগের অগ্রগতি কতটা, জানাল পিএসসি

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, কোটাসংক্রান্ত কাগজপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) সঙ্গে নিয়ে আসতে হবে। এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে

Comments are closed.