মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

Comments Off on মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

মোংলা ইপিজেডে (এমইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি কিউএসএলএস গার্মেন্টস কোম্পানি লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউএসএলএস ও বেপজার সদস্যরা। ছবি: সংগৃহীত

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউএসএলএস ও বেপজার সদস্যরা। ছবি: সংগৃহীত

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য  (অর্থ) নাফিসা বানু এবং কিউএসএলএস গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানলি জুয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কিউএসএলএস। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ পিছ বিভিন্ন ওভেন ও নিট পোশাক যেমন- শার্ট, টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট, শর্টস প্রভৃতি উৎপাদন করবে।

আর কিউএসএলএস গার্মেন্টস জানিয়েছে, এই বিনিয়োগের ফলে ২ হাজার ৫৯৮ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক নাজমা বিন্তে আলমগীর, বিনিয়োগ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, এন্টারপ্রাইজ সার্ভিসেস বিভাগের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম প্রমুখ।

Comments are closed.