প্রবাসীদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

Comments Off on প্রবাসীদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

শতাব্দী ডেস্ক

১২ আগস্ট ২০২৩

প্রবাসীদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) হিসাব খোলা সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন বিদেশে থেকেই ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। এর ফলে, প্রবাসীদের শেয়ারবাজারে বিনিয়োগ সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ বৃহস্পতিবার (১০ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের আগে ব্যাংক হিসাব খুলতে হলে সশরীরে কাগজপত্র নিয়ে আসতে হতো। এখন তারা বিদেশে বসেই অনলাইনে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) হিসাব খুলতে পারবেন। রেমিট্যান্স পাঠিয়ে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ জমা করা যাবে এই হিসাবে। নিটা হিসাবের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ ও শেয়ার লেনদেন করতে পারবেন প্রবাসীরা।

এর আগে গত জানুয়ারি অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ‘নিটা’ হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়। নিটা হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাব। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা টাকা তাদের ‘নিটা’ হিসাবে জমা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর অনলাইন প্ল্যাটফর্মে প্রবাসীদের হিসাব খোলার জন্য তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থায় নিতে হবে। কোনো প্রবাসী আবেদন করলে তা অনলাইনে যাচাই-বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এছাড়া, এ হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এজন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধা যুক্ত করতে বলা হয়েছে।

নয়াশতাব্দী/এমটি

Comments are closed.