search the site
মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য গেল পোল্যান্ডে
সম্পূর্ণ নিউজ সময়
৬ জুন ২০২৩
মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য গেল পোল্যান্ডে
ঢাকার ১০টি পোশাক কারখানার পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে মোংলা বন্দর ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এম ভি মার্কস কিনজহো’।

এম ভি মার্কস কিনজহো। ছবি: সময় সংবাদ
মাহমুদ হাসান২ মিনিটে পড়ুন
মঙ্গলবার (৬ জুন) সকালে বন্দরের ৫ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি।
জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়ার লিমিটেড, এপেক্স লিংগারি লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবারর্টি নিটওয়ার লিমিটেড, এ কে এম নিটওয়ার লিমিটেড, স্টালিং ডেনিমস লিমিটেড, স্টালিং স্টাইলস লিমিটেডের বিভিন্ন গার্মেন্টস পণ্য রফতানি করা হয়েছে ইউরোপের দেশ পোল্যান্ডে।
আরও পড়ুন: বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
পদ্মা সেতু চালুর পর থেকেই ঢাকার গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রফতানি শুরু হয়। পদ্মা সেতু চালুর পর সর্বপ্রথম গার্মেন্টস পণ্য রফতানি শুরু ২০২২ সালের ২৭ জুলাই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও গার্মেন্টস পণ্য গেল বিদেশে।
বন্দর সূত্রে জানা যায়, মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড ও ইউরোপে যায় ঢাকার গার্মেন্টস পণ্য। আজ সকালে ১০টি গার্মেন্টসের বিপুল পরিমাণ পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এম ভি মার্কস কিনজহো’। এছাড়া চলতি বছরের ২২ জুন ‘এম ভি মার্কস মোংলা’ নামক আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রফতানির প্রক্রিয়া চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একইসঙ্গে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানিতে আগ্রহী হচ্ছেন।