স্বাভাবিক হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

Comments Off on স্বাভাবিক হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম


স্বাভাবিক হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সারাদেশ | 14TH MAY, 2023 Jamuna TV

চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করার পর বন্দরের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।

বন্দরসূত্রে জানা যায়, বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় কেউ ইচ্ছা করলে রোববার রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। আর মাদার ভেসেল থেকে সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে।যমুনা 

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয়, এজন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

/এমএন

Comments are closed.