search the site
বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম
বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম
জ্যেষ্ঠ প্রতিবেদক ২৭ এপ্রিল ২০২৩ jagonews24.com
X
কাজের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম বদলের বিষয়টি চূড়ান্ত হবে।
আরও পড়ুন>> নৌপরিবহন মন্ত্রণালয়ের ৬ প্রকল্পে ৮৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন
এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, ‘মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী সেই সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল- বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন। ১৯৮৬ সালে সেই নাম বদলে নৌপরিবহন মন্ত্রণালয় করা হয়। এ নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না।’ এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের করা রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে, সেটার এক নম্বরে আছে বন্দর। এ জন্য আগে যে নামটি ছিল সেটার আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে।’
আরও পড়ুন>> বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন সচিব আরও বলেন, ‘যে কোনো মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের একটা প্রোটোকল আছে। সেই অনুযায়ী নৌপরিবহনের নামও পরিবর্তন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।’