মাতারবাড়ি বন্দরের সঙ্গে ভারতকে সংযুক্ত করবে জাপান

Comments Off on মাতারবাড়ি বন্দরের সঙ্গে ভারতকে সংযুক্ত করবে জাপান
24 Live Newspaper

মাতারবাড়ি বন্দরের সঙ্গে ভারতকে সংযুক্ত করবে জাপান

by নিজস্ব প্রতিবেদক

28 March 2023

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাংলাদেশে নির্মীয়মান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের সঙ্গে সংযুক্ত করবে জাপান। গত সপ্তাহে ভারত সফরকালে দেওয়া নীতি-বক্তৃতায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দেন। ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।


গত সপ্তাহে ভারত সফর করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

‘জাপান টু কানেক্ট ল্যান্ডলকড নর্থ ইস্ট উইথ বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভারতের ভূবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চল শীঘ্রই একটি বাণিজ্য-পথ পেতে যাচ্ছে বাংলাদেশে জাপান কর্তৃক নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যে মুক্ত ও উম্মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরেছেন, তার সুবাদে এটা সম্ভব হতে চলেছে।

গত সপ্তাহে নয়াদিল্লীতে দেওয়া নীতি-বক্তৃতায় কিশিদা বলেছেন, বাংলাদেশ এবং দক্ষিণের অন্যান্য এলাকাকে একক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনায় নিয়ে আমরা ভারত ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বে অব বেঙ্গল-নর্থইস্ট ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন কনসেপ্টকে এগিয়ে নেব, যাতে পুরো অঞ্চলের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব ভারতকে সংযুক্ত করে একটি শিল্প চক্র গড়ে তোলা হলে এ অঞ্চলের জন্য অর্থনৈতিক সুফল আসবে বলে আশা করা হচ্ছে।

তারা বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলো চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ চায়। এ কারণে জাপান উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সংযোগ জোরদার করতে সড়ক নির্মাণে সহযোগিতা করছে।

সূত্র জানায়, বাংলাদেশে জাপানি সহায়তার প্রকল্পগুলোর সঙ্গে সংযুক্ত করতে আসাম, মিজোরাম ও ত্রিপুরায় সড়ক নির্মাণ করবে জাপান। এ অঞ্চলের প্রতি জাপানি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে জাপান সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমুহ, বাংলাদেশ ও বেসরকারি খাতের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে।

জাপানের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, চারিদিকে ভূবেষ্টিত উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে।

দীপাঞ্জন রায় চৌধুরীর লেখা প্রতিবেদনটিতে বলা হয়, জাপান সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন এগিয়ে নিতে ইন্ডিয়া-জাপান অ্যাক্ট ইস্ট ফোরামের মাধ্যমে ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে সহযোগিতা, ওই অঞ্চলের ভেতরে এবং অঞ্চলটির সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ২০১৭ সালে অ্যাক্ট ইস্ট ফোরাম প্রতিষ্ঠা করা হয়।

ভারত সরকারের অ্যাক্ট ইস্ট নীতি এবং একটি অবাধ ও উম্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে জাপানের যে দর্শন- এ দুয়ের মিথষ্ক্রিয়ার শক্তির প্রতিফলন হলো অ্যাক্ট ইস্ট ফোরাম। এ অঞ্চলে বেসরকারি বিনিয়োগ এগিয়ে নেওয়া এবং সংযোগ অবকাঠামো জোরদারের মাধ্যমে জাপান সরকার আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সর্বব্যাপী ধারণার রূপায়ণ ঘটাতে চায়।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়ন এবং বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) উদ্যোগের অধীনে এ অঞ্চলে কানেক্টিভিটি উন্নয়নে ঢাকার সঙ্গে কাজ করছে টোকিও। অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির সম্ভাব্যতা এবং বাংলাদেশ ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার সম্ভাব্যতা যাচাইয়ে জাপান এরইমধ্যে একটি যৌথ সমীক্ষা গ্রুপ গঠন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments are closed.