search the site
CE Delawar Uddin Ahmed 9E no more…..
19 November 2022
CE Delawar Uddin Ahmed 9E, expired last night while asleep at his residence in Bashundhara R/A. Inna lillahe wa innailaihe rajeun. Please pray for the departed soul.
The following message originated from Dr, Sajid Hossain, the Commandant of the Bangladesh Marine Academy.
সম্মানিত মেরিনারবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, চীফ ইঞ্জিনিয়ার দেলোয়ার উদ্দিন আহমেদ (বিএমএ ৯ ই) স্যার গতকাল রাতে (১৮ নভেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন।
বর্তমানে মরহুমের মরদেহ উত্তরা জাহানারা ক্লিনিকের হিমাগারে রাখা আছে। আগামী ২১ নভেম্বর, সোমবার স্যারের জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজার স্থান ও সময় পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত উত্তরায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উল্লেখ্য, মরহুমের দুই সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী। তারা আগামীকাল বিকেল ৫ টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া স্যারের স্ত্রী ১১ বছর পূর্বে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
তথ্যসূত্রেঃ সাজিদ হুসাইন স্যার, কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।