মেট্রোরেলের আরেকটি চালান পৌঁছাল মোংলা বন্দরে

Comments Off on মেট্রোরেলের আরেকটি চালান পৌঁছাল মোংলা বন্দরে

মেট্রোরেলের আরেকটি চালান পৌঁছাল মোংলা বন্দরে

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০২ অক্টোবর ২০২২
মেট্রোরেলের আরেকটি চালান পৌঁছাল মোংলা বন্দরে – ছবি : সংগৃহীত

দেশের প্রথম মেট্রো রেল সার্ভিসের জন্য আটটি কোচ ও চারটি লোকোমোটিভের আরেকটি চালান জাপান থেকে মোংলা বন্দরে এসেছে। শনিবার বিকেলে চালানটি বন্দরে পৌঁছেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, ‘এমভি ভেনাস ট্রায়াম্ফ’ জাহাজটি আটটি কোচ, চারটি লোকোমোটিভ এবং ৪৪০ মেট্রিক টন ওজনের অন্যান্য যন্ত্রপাতি নিয়ে শনিবার বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

তিনি বলেন, এটি জাপান থেকে মেট্রোরেলের ১২তম চালান।

ভেনাস ট্রায়াম্ফের প্রাচীন স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান বলেন, রোববার সকাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পণ্য খালাসের কাজ শুরু করেছে। পণ্য খালাসের পর উত্তরা দিয়াবাড়ি ডিপোতে পাঠানো হবে বলে জানান তিনি।

‘এমভি ভেনাস ট্রায়াম্ফ’ জাহাজটি ৮ সেপ্টেম্বর মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর আগে ২২ আগস্ট জাপান থেকে ‘হোসেই ক্রাউন’ নামের আরেকটি জাহাজ আটটি কোচ, চারটি লোকোমোটিভ এবং ৩৪টি প্যাকেজ মেশিনারি নিয়ে বন্দরে আসে।

এ পর্যন্ত ১১৬টি কোচ ও লোকোমোটিভ আমদানি করা হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে আমদানি করা হবে।

ছয় লাখ ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম মেট্রোরেল ব্যবস্থা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন নির্মিত হচ্ছে।

সূত্র : ইউএনবি

Comments are closed.