search the site
আমরা ছত্রিশ ফান্ড
আমরা ছত্রিশ ফান্ডের আর্থিক সহায়তা ফান্ডের কার্যক্রম—
19 October 2022
মেরিন ক্যাডেট দের প্রারম্ভিক পেশাগত পরীক্ষায় আর্থিক সহায়তা(সুদ বিহীন ঋন) প্রদানে,পেশাগত উন্নয়নের সোপান হয়ে থাকার মনবাসনা নিয়ে যাত্রা শুরু করেছিল “আমরা ছত্রিশ ফান্ড”। বাংলাদেশ মেরিন একাডেমীর ৩৬ তম ব্যাচের কতিপয় ব্যচমেটের এক দিনের জুম মিটিং এপ্রিলের 2020 এ গঠিত হয় ফান্ড সংগ্রহের শুভ যাত্রা। কোভিড কালীন সময়ে স্থির হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির দুঃসময়ে ৭০ সংখ্যক ক্লাস থ্রি পরিক্ষার্থী/পোস্ট সী অফিসারদের থেকে আবেদন পত্র আহ্বান করা হয়। ২৭ ব্যাচের ক্যাপ্টেন আতিক Atique Ua Khan স্যার নেতৃত্বাধীন অঙ্গিকার এর সাথে সমন্বয় করে যাচাই বাছাই করে প্রাথীর লিস্ট “আমরা ছত্রিশ ফান্ড” গ্রুপে পোস্ট করা হয়।ক্রমান্বয়ে গুরুত্ব বিবেচনা করে ৫৪ জন পোস্ট সী অফিসার কে সহায়তা প্রদান করা হয়। এরই মধ্যে ব্যাক্তিগত ভাবে অনেকেই আমাকে নক করেছে সহায়তা প্রদানের জন্য। ফান্ড স্বল্পতার জন্যে প্রথমে কিছু পোস্ট সী অফিসার কে দেয়া গেলেও পরবর্তীতে ব্যাচমেটদের সহায়তার হাত বড় হওয়ায় ফান্ড আরো বেড়ে যায় এবং কিছুটা দেরীতে হলে ও ৭০% আবেদন কারী অর্থ সহায়তা পেয়ে যায়।
যেহেতু এটা একটা ধারাবাহিক আর্থিক সহায়তা, তাই ছয় মাস পরে অর্থ ফেরতের দায় থেকে যায় ,যাতে করে অন্যান্য ক্যাডেট /পোস্ট সী অফিসার রা ও একই সহায়তা পেতে পারে।সে অনুযায়ী আমাদের অনুজ পোস্ট সী অফিসাররা অর্থ ফেরত দিতে শুরু করে.
আন্তরিক ধন্যবাদ সেইসব পোস্ট সী অফিসার দের কে যারা প্রতিশ্রুতি বদ্ধ ছিল অর্থ ফেরত প্রদানে,যার ফলশ্রুতিতে আমাদের প্রিয় পোস্ট সী অফিসাররা ক্লাস থ্রি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাজে জয়েন করার পর. পরই অর্থ ফেরত দিয়েছিল । যার প্রেক্ষিতে সংগ্রহিত ফেরত অর্থ প্রদান করা হয়েছিল নতুন আবেদন কারীকে।
এটা এক্টা চলমান ধারাবাহিক আর্থিক সহায়তা প্রোগ্রাম( অর্থ নেয়া এবং আর্থিক সমস্যার সমাধান শেষে অর্থ ফেরত দেয়া) ,যার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহান আল্লাহ সুবহানা তাআলা কে যিনি কতিপয় ৩৬ ব্যাচের মেরিনারদের মন কে প্রস্তুত করেছিলেন এমনি এক কল্যাণ মূলক কাজে, আর ধন্যবাদ আমার প্রানপ্রিয় ব্যাচ মেট দের মহানুভবতা কে।
বিনীত
নৌ প্রকৌশলী -মনজুর আহমেদ
ব্যাচ ৩৬. বি .এম. এ
This piece was extracted from BD Mariners groupmail