search the site
Tawhid Hasan 51 batch no more…..
by Sher Shah 16 September 2022 Bangladesh Marine Academy Alumni Association Facebook
বাংলাদেশ মেরিন একাডেমি ৫১ ব্যাচের ক্যাডেট তৌহিদ হাসান আজ সকালে তার কর্মস্থল বসুন্ধরা এলপিজি জাহাজে কর্মরত অবস্থায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি-রাজিউন।
আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুক। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবার যাতে খুব দ্রুত সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেন সেজন্য দোয়া করছি।
নিজ জেলা শরিয়তপুর হলেও ভাঙ্গারি ব্যবসায়ী বাবা এবং মা, বড় ভাই সহ তার পরিবার বরিশালের গৌড়নদী উপজেলার ভাটারা ইউনিয়নে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। আজ বাদ মাগরিব শাহী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ জেলা শরিয়তপুরের নরিয়া থানার কেদারাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Sher Shah reported this news. We need to have circumstances under which he died. If anyone has any news to elaborate the situation causing his death, we would like to publish this information.