দেশে আরও তিনটি মেরিন একাডেমি হচ্ছে

Comments Off on দেশে আরও তিনটি মেরিন একাডেমি হচ্ছে

দেশে আরও তিনটি মেরিন একাডেমি হচ্ছে

ইত্তেফাক অনলাইন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (০৫ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে তিনি এ তথ্য জানান।

খালিদ মাহমুদ বলেন, নতুন চারটি মেরিন একাডেমি বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা এবং পুরানো মেরিন একাডেমি, চট্টগ্রাম মিলিয়ে দেশে বর্তমানে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। এসব মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে  নিয়োগ লাভ করেছে। দেশের দক্ষ নাবিকের সুযোগ আছে; হাতছানি দিচ্ছে। আমরা আরও দক্ষ নাবিক তৈরি করব। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।

সভায় জানানো হয়, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম  ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে। সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি  অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিন একাডেমির কমান্ডেন্ট জুম।

ইত্তেফাক/এনএ/এএইচপি

Comments are closed.