বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে কোস্টগার্ডের মহড়া।

Comments Off on বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে কোস্টগার্ডের মহড়া।

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে কোস্টগার্ডের মহড়া।

7 August 2022

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এ উপস্থিত থেকে কোস্ট গার্ড এর সমুদ্র মহড়া পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

এ মহড়ায় কোস্ট গার্ড এর জাহাজ সমুহের স্টিম পাস্ট, VBSS EXERCISE, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক এবং কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দ্বারা POLLUTUION CONTROL EXERCISE, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।

পলিউশন কন্ট্রোল মহড়ায় প্রথমবারেরমত কোস্টগার্ডের নতুন সক্ষমতার আধুনিক প্রযুক্তি পরিদর্শন করা হয়ে

Comments are closed.