search the site
চট্টগ্রাম পোর্ট গেইটে স্বাস্থ্য পরীক্ষার নামে নাবিকদের হয়রানি কখন বন্ধ হবে?

By Engr Jewel Singha
From his Facebook entry 31 May 2021
পরশুদিন থেকে মাংকি পক্স এর একটি সার্কুলার এর কারনে সকল বাংলাদেশী নাবিককে পোর্টের ১ নং গেইট দিয়ে মেডিক্যাল চেক আপের মাধ্যমে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু উক্ত ১ নং গেইটে মেডিক্যাল অফিসার থাকেন ৯-৫ টা পর্যন্ত। যার ফলে নিজ দেশে এসেও বাংলাদেশী নাবিকরা দেশে প্রবেশ করতে পারছেনা। জাহাজে কাজের সমাপ্তি হতে ৬-৭ টা বেজে যায় ঐ সময়ে মেডিক্যাল অফিসার ঐ গেইটে থাকেন না। তাহলে একজন নাবিক কিভাবে বের হবে?
চট্টগ্রাম পোর্টে প্রতিটি জাহাজে বাইরে থেকে স্টিভিডর লেবার, সাপ্লায়ারের অবাধ যাতায়ত এখনো চলমান রয়েছে। ধরেই নিলাম যদি কারো মাংকি পক্স থাকে তবে কি সেই মাংকি পক্স নাবিকের সি ডি সি দেখে আক্রান্ত করবে? এটা জাহাজে কর্মরত বহিরাগতদের আক্রমন করবেনা? যদি তাই হয় তাহলে এই মেডিক্যাল চেকাপের নামে নাবিকদের নিজ দেশে প্রবেশের উপর বাধ্যবাধকতা হাস্যকর পরিহাস ছাড়া কিছুই নয়।
অনেকসময় গেইটের গার্ডরা মাংকি পক্সের সার্টিফিকেট দেখতে চায় পোর্টে প্রবেশের সময়। পোর্টের ব্যবস্থাপনা কি জানে বাংলাদেশের কোথায় মাংকি পক্সের টিকা দেয়? এই দাবী কি হাস্যকর নয়?
মাংকি পক্স প্রতিরোধে প্রতিটি জাহাজ প্রবেশের সাথে সাথে বিশেষ মেডিক্যাল টিম দিয়ে জাহাজের নাবিকদের পরীক্ষার পর জাহাজের কার্যক্রম শুরু করা ও বহিরাগতদের জাহাজে উঠে কাজের অনুমতি দেয়াই ছিল প্রতিরোধের সঠিক উপায়।
বহিরাগতদের জাহাজে উঠার ব্যবস্থা করে নাবিকদের উপর মাংকি পক্সের সার্কুলার পোর্টের অব্যবস্থাপনার একটি নমুনা মাত্র।
আরেকটি ব্যাপার হল বিশ্বের অন্যান্য আধুনিক পোর্টে নাবিকদের পরিবহনে বাস বা অন্যান্য পরিবহনের ব্যবস্থা থাকে যা চট্টগ্রাম পোর্টে নাই। এতে করে ৬-৭ নং জেটিতে যে সকল জাহাজ আছে সেখানের নাবিকদের অনেক লম্বা রাস্তা পায়ে হেঁটে ১ নং গেইটে আসতে হচ্ছে।
পরিশেষে অনেক বিজ্ঞ নাবিক ও বিশেষজ্ঞ পোর্টের কার্যক্রমের সাথে জড়িত আছেন। তাই স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞপ্তি ও তার প্রতিরোধের সঠিক উপায় হিসেবে অনএরাইভাল জাহাজেই অফিসার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করুন।
বহিরাগতদের জাহাজে প্রবেশের সুযোগ রেখে নাবিকদের গেইটে আটকিয়ে ও নিজ দেশে প্রবেশে অসুবিধা সৃষ্টি করে মাংকি পক্স নির্মূল হবেনা।
এই ব্যাপারে পোর্টে কর্মরত সকল প্রাক্তন নাবিকদের ও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
প্রতিটি গেইটে নাবিকদের প্রবেশাধিকার ও অযৌক্তিকভাবে হয়রানি বন্ধ করা হোক। শোর লিভ নাবিকের একটি মানবাধিকার।