search the site
ইউক্রেনে বাংলাদেশের জাহাজ পরিত্যক্ত ঘোষণা।
ইউক্রেনে বাংলাদেশের জাহাজ পরিত্যক্ত ঘোষণা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ “এমভি বাংলার সমৃদ্ধি” তে মিসাইল হামলার প্রেক্ষিতে জাহজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মিসাইল হামলায় জাহাজের ব্রিজ একেবারেরই ধ্বংস হয়ে যাওয়ায় সবধরণের নেভিগেশন সিস্টেম অচল হয়ে পড়েছে, তাছাড়া জাহাজের মেইন জেনারেটরও নষ্ট হয়েছে। নেভিগেশন সিস্টেম অচল হয়ে যাওয়ায় এই জাহাজ নিয়ে সাগরে চলাচল সম্ভব নয়। এছাড়া মেইন জেনারেটর অচল হয়ে যাওয়াতে জাহাজের ইলেকট্রিসিটি সিস্টেম যেকোন মুহুর্তে বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় জাহাজ ফ্রিজিং করে রাখা থার্ড ইন্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহেও পরিবর্তন আসতে পারে। এছাড়া জাহাজটির উপর দ্বিতীয়বার হামলার শঙ্কায়ও আছেন বাকি ২৮ জন নাবিক।
মিসাইল আক্রমণের পর জাহাজটির সর্বশেষ অবস্থা
তাই জাহাজটিকে উপকূল থেকে একটু দূরে ভাসিয়ে দিয়ে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২৮ জন নাবিককে উদ্ধার করে মলদোভা হয়ে রোমানিয়া নিয়ে যাওয়া হবে। তাদের সাথে থাকবে নিহত হাদিসুরর রহমানের মরদেহও।
অন্যদিকে বাংলাদেশের রাশিয়ান দূতাবাস আক্রান্ত জাহজটিকে সহায়তা দিয়ে বন্দর ত্যাগ করার যে আশ্বাস দিয়েছিলেন তা মোটেও বাস্তবসম্মত নয়। কারণ পুরো উপকূল জুড়ে বিছানো রয়েছে শত শত নেভাল। গতকাল ইউক্রেনের উড়িশ্শ্যা উপকূল দিয়ে যাওয়ার সময় এস্তোনিয়ার একটি বাণিজ্যিক জাহাজ নেভাল মাইনের আক্রমণের শিকার হয়েছে।এতে জাহাজটি উপকূলেই ডুবে গিয়েছে।
বাংলার সমৃদ্ধি কার্গো জাহাজটির ডিডব্লিউটি ডেড ওয়েট টনেজ ৪৮ হাজার টন। এর মধ্যে পণ্য ধারণক্ষমতা ৩৯ হাজার মেট্রিক টন। ২০১৮ সালের ২ অক্টোবর এটি চীন থেকে বিএসসির নৌবহরে যুক্ত হয়। এটি চার্টারে চলছিল। এ জাহাজের ক্রয়মূল্য দেড়শ’ কোটি টাকারও বেশি।
ছবিঃ-ইউক্রেনে পরিত্যক্ত অবস্থায় এমভি বাংলার সমৃদ্ধি।