ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, নাবিকের মৃত্যু

Comments Off on ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, নাবিকের মৃত্যু
24 Live Newspaper
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, নাবিকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক 03 March 2022

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির যে জাহাজটি আটকা পড়েছিল, তাতে রকেট হামলা চালানো হয়েছে। এতে এক নাবিক নিহত হয়েছেন। মো. হাদিসুর রহমান নামের এই নাবিক জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

মো. হাদিসুর রহমান

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকা বাংলার সমৃদ্ধি নামের জাহাজটি। বাংলাদেশ সময় বুধবার, ২ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে জাহাজের ব্রিজে ওই রকেট হামলা চালানো হয়। তবে কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেননি বাংলাদেশি নাবিকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাহাজে থাকা নাবিক সালমান সামি। তিনি জানান, তাদের জাহাজটিতে রকেট হামলার পর সেটিতে আগুন ধরে যায়। এ সময় সবার তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

mv bangla

এমভি বাংলার সমৃদ্ধি, ফাইল ছবি

সালমান সামি বলেন, রকেম হামলায় আমাদের সঙ্গী হাসিদুর রহমান নিহত হয়েছেন। তবে বাকিরা সবাই সুস্থ আছেন।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের অলভিয়া বন্দর এলাকায় নোঙর করে বিএসসির এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে দেশটিতে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হলে আটকা পড়ে জাহাজটি।

এ বিষয়ে এর আগে বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযূষ দত্ত বলেন, জাহাজটি যেখানে আছে, সেখানেই সবচেয়ে বেশি নিরাপদ। ওখান থেকে বেরিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। তারপরও পোলান্ডে বাংলাদেশের দূতাবাসসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

https://www.facebook.com/100004136569142/posts/2211536912327506/

Watch video

Comments are closed.