search the site
Captaim Matiul Islam no more……
On Tue, 27 Jul 2021
Capt. Matiul of 15N left us (forever) today.
Inna lillahe wa inna ilahe rajaun. He was fighting Covid-19 for two weeks in Imperial Hospital, Chattogram. Finally, he gave in. May Allah grant him Jannatul Ferdaus.
Captaim Matiul Islam was the Deputy Manager at Mercantile Shipping Line, Chattogram, Bangladesh.
Captain Dewan Nekar Ahmed (20N) has dedicated a poem to Captain Matiul Islam.
আচ্ছালামুয়ালাইকুম।
মতিউল স্যার আমার খুব ক্লোজ একজন মানুষ ছিলেন। তার স্বরনে অনেক কষ্টে মনের গভীরে রেখে এ কবিতা উৎসর্গ করলাম। তার আত্না জান্নাতবাসী হোক এ কামনায়-
জন্মিলেই মৃত্যু বরণ করতে হবে
আসল জীবনের অনুরাগ ফল্গুধারা
রেখে যেতে চাই আমরা দুনিয়ার পরে ক্ষনিকের তরে,
মহান আল্লার কাছ থেকে এসেছি আমরা,
আল্লাহর কাছে যাব ফিরে।
দুদিনের মুসাফির এ দুনিয়ার তরে
যাযাবর সবায় এসেছি অস্থায়ী আবাসনালয়ে।
তুলিয়া পাল, ধরিয়া হাল
চলেছি নকল গন্তব্যে পৃথিবীর তরে,
বুঝি কি মোরা, এ নাহি আমাদের শেষ ঠিকানা,
দেখ দেখ, ঐ দেখ খুলিয়া মহান স্রষ্টার কুরআনের তরে,
সবই লেখা আছে সেথায়, কি করতে হবে তোমারে।
কে আসল, কে নকল, কে বদকার কে নেককার সবই বুঝিতে পারিবে
পড়িলে কুরআন সবিস্তারে।
কেউ বুঝিয়া, কেউ না বুঝিয়া, কেউ দুনিয়ার সৌর্যবির্যের অহংকারে,
পা নাহি পড়ে ধূলির ধরাতে,
কি আছে তোমার হে মাটির মানুষ, মাটিতেই যেতে হবে ফিরে।
কেন কর অহংকার মিথ্যার ছলে।
নিঃশ্বাসের নেই যার আশ্বাস,
গন্তব্য তোমার মহান স্রষ্টারই তরে।
তবে কেন কর এ অহংকার দুনিয়ার সৌর্য্য বির্য আর দৌলতেরে ,
নাহি নিতে পার কিছু, যেতে হবে সবই ছেরে খালিহাতে,
ডাক্তার, চিকিৎসা, ঔষধ সবই বিফল হবে সেদিনে,
তকদিরে লেখা মৃত্য যেদিনে।
আলেজান্ডার , জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, বাদশা সুলাইমান করেছে জয় সারা বিশ্ব,
করতে পারেনি জয় মৃত্যুরে,
আল্লাহর প্রিয় বন্ধু ইবরাহীম (আঃ) রয়নি গো পৃথিবীতে চিরতরে।
আল্লাহ যাকে সবচে বেশি ভালবেসেছেন,
সেই মুহাম্মদ (সঃ) কে রাখেননি পৃথিবীতে চিরতরে।
জন্মিলেই মৃত্যু গ্রহন করতে হবে- লিখা আছে বিধাতার লহমে মাহফুজে,
কি করিবে তাই, হে ক্ষুদ্র মানব তুমি তাই।
করিও না অহংকার তোমার ক্ষুদ্র জ্ঞান গরিমা, সৌর্য, বির্য ও অহংকার দুনিয়ার তরে।
দুদিনের দুনিয়া , দুদিনের সংসার, দুদিনের বেঁচে থাকা, দুদিনের চলাচল,
সবই পরিক্ষা কেন্দ্র তোমার হে মানব সন্তান,
করিতে হইবে পাশ, দিতে হবে পারি
তুলিতে হইবে পাল, ধরিতে হইবে হাল
দিতে হবে পাড়ি দুনিয়া ও ফুলসেরাত।
ক্যাপ্টেন নেকার
৯৪৮/২০ন