search the site
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ৫৫ তম ব্যাচের স্নাতক দিবস কুচকাওয়াজ

Ministry of Shipping , Government of the People’s Republic of Bangladesh
নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি ২৫ ফেব্রুয়ারি ২০২১ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ৫৫ তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র প্রোগ্রাম–২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় মানিকগঞ্জের আরিচাঘাটে আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস উদ্বোধন করবেন ও ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে সকাল ১১ টায় পাবনার কাজিরহাটে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং বেলা ১.৩০ মিনিটে পাবনার নগরবাড়ীতে নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা পরিদর্শন করবেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিমন্ত্রীর দপ্তরনৌপরিবহন মন্ত্রণালয়বাংলাদেশ সচিবালয়, ঢাকা।নং-১৮.০০.০০০০.০০১.১৮.০০৪.২০-১৬ তারিখঃ ২৫.০২.২০২১ খ্রি: বিষয় ঃ অনুষ্ঠান কভারেজ প্রদান।নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২১ নিম্নোক্ত কর্মসূচিতে অংশ নিবেন ঃতারিখ ও বার সময় স্থান অনুষ্ঠান মন্তব্য২৭.২.২০২১ শনিবার সকাল১০.০০ টা আরিচাঘাটমানিকগঞ্জ। আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস উদ্বোধন। ২৭.২.২০২১ শনিবার সকাল ১১.০০ টা কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ, আমিনপুর, বেড়া, পাবনা। আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে সুধি সমাবেশ। ২৭.২.২০২১ শনিবার বেলা ১.৩০মিনিট নগরবাড়ী, পাবনা। নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা পরিদর্শন। স্বাস্থ্যবিধি অনুসরন করে অনুষ্ঠানটি সরাসরি কভারেজের জন্য একজন রিপোর্টারসহ টিভি ক্যামেরাপার্সন এবং পত্রিকার একজন রিপোর্টার প্রেরণের অনুরোধ জানানো হলো।এ্যাসাইনমেন্ট এডিটর/প্রধান প্রতিবেদক, সকল টিভি চ্যানেল/দৈনিক পত্রিকা/সংবাদ সংস্থা/অনলাইন মিডিয়া।(মো. জাহাঙ্গীর আলম খান)সিনিয়র তথ্য অফিসারনৌপরিবহন মন্ত্রণালয়০১৭১১-৪২৫৩৬৪[email protected]সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে ঃ১। সিনিয়র ডিপিআইও (প্রেস), তথ্য অধিদফতর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।২। বার্তা সম্পাদক (এ্যাসাইনমেন্ট/প্রধান চিত্রগ্রাহক), বিটিভি, রামপুরা, ঢাকা।৩। এ্যাসাইনমেন্ট এডিটর/প্রধান প্রতিবেদক, সকল টিভি চ্যানেল/দৈনিক পত্রিকা/সংবাদ সংস্থা/অনলাইন মিডিয়া।৪। পরিচালক (বার্তা) বাংলাদেশ বেতার, ঢাকা (দৃঃআকর্ষণঃ ডিউটি অফিসার/ওবিশাখা), নিউজ/এ্যাসাইনমেন্ট এডিটর,রেডিও টুডে/রেডিওফুর্তি/এবিসিরেডিও।