বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত যুদ্ধ জাহাজ বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদা

Comments Off on বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত যুদ্ধ জাহাজ বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদা

 বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত যুদ্ধ জাহাজ বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদা

Defence Research Forum- DefRes

 বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত যুদ্ধ জাহাজ বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদা।

ইসলামের খলিফা হযরত ওমর ফারুক (রাঃ) এবং সাহসী বীর যুদ্ধা হযরত আবু উবাইদা (রাঃ) এর সম্মানে যুদ্ধ জাহাজ দুটির নাম রাখা হয়েছে। এছাড়াও নৌবাহিনীর ফ্রিগেট গুলোর নামকরণে রয়েছে বানৌজা উসমান, বানৌজা আবু বকর, বানৌজা আলী হায়দার এবং বানৌজা খালিদ বিন ওয়ালীদ(বর্তমান বানৌজা বঙ্গবন্ধু)। বিশ্বজুড়ে মুসলিম প্রধান দেশ গুলোতে ইসলামের খলিফা এবং সাহসী যুদ্ধাদের নামে শক্তিশালী বিভিন্ন যুদ্ধ জাহাজ এবং সেনা ইউনিটের নামকরণের প্রচলন রয়েছে।

Comments are closed.