search the site
বাংলার_জাহাজ
Defence Research Forum- DefRes
বাংলার_জাহাজ 18 August 2020 (Facebook entry)
বাংলাদেশ সমুদ্র উপকূল বেষ্টিতএকটি দেশ। এই দেশে রয়েছে নদীকেন্দ্রিক বা সাগর দাপানো জাহাজ তৈরি করার ইতিহাস। অনেকেই ইতিহাসবিদ এর মতে বাংলাদেশ প্রায় এক হাজার বছর ধরে সমুদ্র দাপানো জাহাজ তৈরি করে আসছে। ১৯ শতকে Chittagong এ প্রায় এক হাজার টন ধারণক্ষমতার জাহাজ তৈরি হতো। এই জাহাজগুলো মূলত ব্রিটিশরা ব্যবহার করত। বর্তমানে দেশে প্রায় ছোট-বড় মিলিয়ে প্রায় 300 টি ডকইয়ার্ড রয়েছে যেগুলোতে প্রায় এক লক্ষ লোক কাজ করছে। বর্তমানে পৃথিবীতে 400 বিলিয়ন ডলারের জাহাজের চাহিদা রয়েছে। বাংলাদেশ যদি জাহাজ তৈরি মার্কেট হতে এক পারসেন্ট শেয়ার করতে পারে তাহলে প্রায় চার বিলিয়ন ডলারের রপ্তানি করা সম্ভব হবে।যা কিনা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে দেশের তিনটি শিপইয়ার্ড বিদেশে জাহাজ রপ্তানি করে যেগুলো হলো
Ananda shipyard and slipyard ltd
High-speed shipbuilding and engineering co ltd
Western Marine shipyard ltd
ইতিমধ্যে বাংলাদেশ আট হাজার টনের দুটি জাহাজ ভারতে রপ্তানি করেছে যেগুলো হলো JSW Pratapgad এবং JSW Raigad. আরো দুটি জাহাজ নির্মাণাধীন রয়েছে। এছাড়াও তারা কেনিয়াতে একটি এলপিসি সরবরাহ করেছে।
অন্যদিকে আনন্দ গ্রুপ 24 টি জাহাজ রপ্তানি করার আদেশ পেয়েছে যার বাজার মূল্য 15 শত কোটি টাকা। এর মধ্যে চারটি যাবে ডেনমার্ক 14 টির গন্তব্য জার্মানি এবং ছয়টির গন্তব্য মোজাম্বিক।
এছাড়াও বাংলাদেশের চিটাগাং ড্রাই ডক এবং খুলনা শিপইয়ার্ড ছোট-বড় বিভিন্ন জাহাজ তৈরি করছে। ইতিমধ্যে তারা বাংলাদেশ নৌবাহিনী জন্য বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ তৈরি করেছে। এদের মধ্যে দূর্জয় ক্লাস এলপিসি অন্যতম যা সর্বাধুনিক এবং যুগোপযোগী শক্তিশালী
বর্তমানে দেশে যে সকল ক্লাসের জাহাজ তৈরি হয় তা হল
Passenger ship
Oil tanker
Cargo ship
Container vessel
Firries
Fishery research vessel
Tugboats
Harbour petrol craft
Landing craft vehicle and personal
Landing craft utilitys
Naval petrol craft
Pontoons
জাহাজশিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণতার দিকে এগুচ্ছি। পাশাপাশি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করছি।এতে করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের জাহাজশিল্পের দিকে সরকারের কতটা মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে।
Video link
https://youtu.be/4HZplt_OcjM
©️ Asadul IslamSee Translation