search the site
পশ্চিমবঙ্গে ডুবলো বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
পশ্চিমবঙ্গে ডুবলো বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২০২০-০৩-১২

কলকাতা: কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি ছোট একটি জাহাজ। তবে জীবিত উদ্ধার করা হয়েছে এর আরোহী ১৩ বাংলাদেশি শ্রমিক ও পাইলটকে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় আকরার কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নিয়ে সকালে বাংলাদেশের দিকে যাত্রা করেছিলো জাহাজটি। এ সময় বিপরীত দিক থেকে আসা কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির।
ধাক্কা লাগায় কিছুদূর যাওয়ার পর বাংলাদেশি জাহাজটি যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে দক্ষিণ ২৪ পরগনার বাটায় দাঁড় করায়। অন্যদিকে পোর্ট ট্রাস্টের জাহাজটি গঙ্গার মাঝ বরাবর ডায়মন্ড হারবারের দিকে চলে যায়।
এরপরই বাংলাদেশি জাহাজটির ভিতরে পানি প্রবেশ করে তলিয়ে যায় জলযানটি। ঘটনাস্থলে পোর্ট ট্রাস্টের পুলিশ এসে পৌঁছেছে ও জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
ভিএস/এবি