search the site
স্বাধীনতা মেরিনার্স পরিষদ – মেরিনারদের সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে।
বাংলাদেশের মেরিনারদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারি ও বেসরকারী খাতে সেবা সহজিকরণের প্রত্যয়ে গড়ে ওঠা প্রাণের সংগঠন “স্বাধীনতা মেরিনার্স পরিষদ”- এর পক্ষ থেকে আরেকটি অভূতপূর্ব উদ্যোগ নেয়া হলো মেরিনারদের সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনলাইন আবেদনের সাথে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট সিস্টেম চালু করার জন্য আজ ২০ নভেম্বর ২০১৯ ইং রোজ বুধবার ডিজি শিপিং এ সম্মানিত ডিজি মহোদয় বরাবর আবেদন জমা দেয়া হয়। উক্ত আবেদনে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের অভাবে এবং সাধারন ব্যাংকিং ব্যবস্থায় হয়রানির কারনে মেরিনারদের সকল ডিজি-শিপিং সংক্রান্ত কার্যক্রমে যে সকল বাধাবিপত্তি ও বিলম্বের শিকার হতে হয় তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আমরা বাংলাদেশের সকল মেরিনারদের পক্ষ থেকে আশা করছি যে ডিজি মহোদয় দেশে ফিরেই খুব শীঘ্রই উক্ত বিষয়টিতে সম্মক দৃষ্টিপাত করে তড়িত সিদ্ধান্ত গ্রহন করে মেরিনারদের দীর্ঘ দিনের এই সময়ের দাবী পূরন করবেন। এবং এর সাথে আমাদের প্রাণের সংগঠন ” স্বাধীনতা মেরিনার্স পরিষদ”- এর সাথে সমর্থন ও শুভকামনা নিয়ে সকল মেরিনাররা পাশে থাকবেন এই কামনা রইলো।
