search the site
সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে।
সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে।

25 September 2019
আজ রাত থেকে মহেশখালী চ্যানেলে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যদিও বিকাল থেকেই টার্মিনালটি পরীক্ষামূলকভাবে গ্যাস দিচ্ছিল গ্রিডে। এর মধ্য দিয়ে দেশে এলএনজি সরবরাহ ক্ষমতা এক হাজার মিলিয়ন ঘনফুটে উন্নীত হলো।
কোম্পানির ( আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান জানান, বেলা সাড়ে ৩টা থেকে এলএনজি টার্মিনালটি গ্যাস সরবরাহ শুরু করেছে। এর আগে তিনি এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দেন। যেখানে তিনি দ্বিতীয় টার্মিনালটির গ্যাস সরবরাহের আগাম খবর জানান।সামিট গ্রুপের পক্ষ থেকে রাত ১০টার কিছু পর থেকে জানানো হয়, তাদের টার্মিনালটি রাত ১০টা থেকে এলএনজি সরবরাহ করছে।
ছবিঃ- ভাসমান এলএনজি টার্মিনাল “Excellency”, যেটা সম্পর্কে নৌবাহিনীর অনির্বাণে জানানো হয়েছিল।