বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর একটি ডেলিগেশন টিম।

Comments Off on বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর একটি ডেলিগেশন টিম।
Defence Research Forum – DefRes August 23, 2019

বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর একটি ডেলিগেশন টিম।

গত ২০ই আগস্ট হতে বাংলাদেশ সফরে এসেছে ইন্ডিয়ান নেভীর Cmde hp singh এর নেতৃত্বে একটি ডেলিগেশন টিম। সূত্র মতে ইন্ডিয়ান নেভীর এই সফরের মুল উদ্দেশ্য হল ভবিষ্যতে দুই দেশের মধ্যেকার প্রশিক্ষণ কর্মসূচী আরো জোরদার করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যেকার সামরিক সম্পর্ক আরো ফলপ্রসু করা। ইন্ডিয়ান ডেলিগেশন টিম আমাদের বিএনএস ঈশা খাঁ ঘাটি সহ বিভিন্ন ট্রেনিং সেন্টার পরিদর্শন এবং নৌবাহিনীর উচ্চ পদস্হ কর্মকর্তাদের সাথেও বৈঠকে অংশ নিয়েছেন। সফর শেষে গতকাল তারা বাংলাদেশ ত্যাগ করেছেন।

Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people smiling, people standing
Image may contain: 2 people, people smiling, people standing and indoor


Image may contain: 2 people, people smiling, people standing

Comments are closed.