‘ঘুষ’সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

Comments Off on ‘ঘুষ’সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

‘ঘুষ’সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

১৮ জুলাই ২০১৭, ১৫:৪৫ | আপডেট: ১৮ জুলাই ২০১৭, ২২:৫৫

নিজস্ব প্রতিবেদক

আটকের পর পরনৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম। ছবি : এফএনএস

ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে হাতেনাতে আটকের দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায়  নিজ কার্যালয় থেকে ফখরুলকে আটক করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন, নিজ কার্যালয়ে আজ ফখরুল ইসলাম ঘুষ লেনদেন করবেন বলে জানতে পারে দুদক। সেই খবরের ভিত্তিতে দুদকের কর্মকর্তারা আশপাশে ওঁত পেতেছিলেন। দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে গ্রেপ্তার করেন তাঁরা।

প্রণব কুমার আরো জানান, ফখরুল ইসলামকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Comments are closed.