Bangladesh Merchant Marine Officers’ Association gathering of mariners in Chittagong

Comments Off on Bangladesh Merchant Marine Officers’ Association gathering of mariners in Chittagong

Bangladesh Merchant Marine Officers’ Association of mariners in Chittagong

Citihall Convention Centre, Chittagong, May 5, 2017 Friday

ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের “একুশে পদক-২০১৭” প্রাপ্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশেষ সম্মাননা আয়োজন এবং মেরিনার্স ফ্যামিলি নাইট-২০১৭ এর অত্যন্ত সফল সমাপ্তি।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “মেরিনার্স প্রিমিয়ার লিগ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’১৭” এর পুরষ্কার বিতরণী।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিল #bmmoayouth এবং এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ।

অনুষ্ঠানে প্রায় ৮০০ মেরিনার এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। একই ছাদের নিচে এত বিশাল সংখ্যক মেরিনারদের জমায়েত এই প্রথম। অতীতে মেরিনারদের কোন আয়োজনে এত বিশাল উপস্থিতি দেখা যায় নি। আগত অতিথিরা আয়োজকদের এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এই বিশাল সংখ্যক মেনিরারদের উপস্থিতি আমাদের মেরিনারদের ভ্রাতৃত্ববোধের এবং সাংগঠনিক শক্তির প্রমাণ দেয়। আমরা এইভাবে সংগঠিত থেকে সকল সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যাব।

খুব শীঘ্রইই ঢাকা তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের আয়োজনগুলো আমরা শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশের মেরিন অফিসারদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

 

Source: Bangladesh Merchant Marine Officers’ Association facebook

Comments are closed.